প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রয়োজনের সাথে মাঝেমধ্যে অপ্রয়োজনীয় প্রশ্নেরও মুখোমুখি হতে হয় তারকাদের। তেমনই এক অবস্থার মধ্যে পড়ে ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পড়ুকোন। নিজের প্রযোজিত ‘ছপাক’ ছবির প্রচারণায় সময় তার কাছে প্রশ্ন করা হয়, আপনি কি গর্ভবতী? তিনি রেগে না গিয়ে উত্তর দিয়েছেন শান্তভাবে, ‘আমাকে দেখে গর্ভবতী মনে হচ্ছে? সন্তান নেয়ার পরিকল্পনা করলে আপনাকে জিজ্ঞেস করে নিব। আপনি অনুমতি দিলে সন্তান নেয়ার কথা ভাববো। আমি গর্ভবতী হলে সেটা নয় মাসের মধ্যেই বুঝতে পারবেন।’
দীপিকা-রণবীর এর ২০১৮ সালে বিয়ে হয়েছে। তখন থেকে নানা সময়ে দীপিকার গর্ভাবস্থা নিয়ে গুঞ্জন শোনা গেছে। বিভিন্ন সময়ে কিছু ছবিও ভাইরাল হয়েছে যেগুলো দেখে ভক্তদের মনে হয়েছে দীপিকা মা হতে চলেছেন। তবে সেসব গুঞ্জন এর কোনো ভিত্তি নেই বলে জানান দীপিকা।
‘ছপাক’ ছবিটি অ্যাসিড–সন্ত্রাসের শিকার ভারতের লক্ষ্মী আগারওয়ালের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি। ছবিতে লক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। মেঘনা গুলজার ছবিটি পরিচালনা করেছেন। দীপিকার বিপরীতে দেখা যাবে বিক্রান্ত মাসেইকে। ছবিটি আগামী ১০ জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।