বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় উদ্যোগে পঞ্চগড় জেলা শাখার আয়োজনে মাদরাসা ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। গতকাল রবিবার পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদরাসা প্রাঙ্গনে জেলার পাচঁ উপজেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৫০ জন গরীব, অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে এসব শীত বস্ত্র বিতরন করা হয়। পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীত বস্ত্র বিতরন করেন। পঞ্চগড় জেলা কমিটির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহকারি শিক্ষা বিষয়ক সম্পাদক আরমান আলী খানের সঞ্চালনায় পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদরাসা অধ্যক্ষ ও জমিয়াতুল মোদার্রেছীন পঞ্চগড় জেলা সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ জেলা সভাপতি ও মোমেনশাহী ডি.এস কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা মোঃ ইদ্রিস খান, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ফুলবন ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল রাজ্জাক মিয়া উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অধ্যক্ষ ড. মাওলানা মোঃ ইদ্্িরস খান তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মাদরাসা শিক্ষকদের সম্পুর্ন অরাজনৈতিক পেশাজীবি সংগঠন। মাদরাসার শিক্ষক ও মাদরাসার বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি এ শিক্ষা ধারার উন্নয়নে সর্বদাই জমিয়াতুল মোদার্রেছীন দায়ীত্ব পালন করে আসছে। জমিয়াতুল মোদার্রেছীন শুধু মাদরাসা শিক্ষা ব্যবস্থার মাঝে সিমাবদ্ধ নয় বরং এ সংগঠন দেশের বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে থাকে। তারই ধারাবাহিকতায় দেশের অন্যান্য জেলার থেকে পঞ্চগড়ে শীতের পরিমান বেশি তাই বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব শাব্বীর আহমদ মোমতাজী কর্তৃক প্রেরিত এসব শীতবস্ত্র বিতরন করা হয়। এ ছাড়াও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দূর্যোগ ঘূর্নিঝড় কবলিত এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষের দ্বারেদ্বারে নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়ে থাকে। বিগত বছরের ন্যায় এবারও জামালপুরে বন্যার্তদের মাঝে শুকনা খাবার, পরিধেয় পোশাক বিতরণ করা হয়েছে। এছাড়াও টেকনাফের কুতুপালং, উখিয়ায় আশ্রিত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ, ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদানের পাশাপাশি এখন পর্যন্ত সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ফ্রি স্কুল ব্যবস্থা চালু আছে। তিনি আরও বলেন প্রতিবছরই যাতে জমিয়াতুল মোদার্রেছীন এমন সকল সমাজিক কর্মকান্ডে আত্মনিয়োগ করতে পারে সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পঞ্চগড় জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।