Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বড় জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

নিউজিল্যান্ডকে ফলোঅন করানোর সুযোগ ছিল। কিন্তু সেই পথে না হেঁটে বরং আবারও ব্যাটিং করে আরও ১৬৮ রান তুলে ইনিংস ঘোষণার করে নিউজিল্যান্ডকে বিশাল বোঝা চাপিয়েছিল অস্ট্রেলিয়া। অবিশ্বাস্য রান তাড়ায় নেমে কিউইরা লড়াই জমানোর ধারে কাছেও যেতে পারেনি। জেমস প্যাটিনসন আর ন্যাথান লায়ন মিলে নিউজিল্যান্ডকে অলআউট করে দেন দ্রুতই।
মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শেষ হয়ে গেছে চারদিনে। গতকাল ৪৮৮ রান তাড়ায় নামা নিউজিল্যান্ড ২৪০ রানে গুটিয়ে ম্যাচ হেরে ২৪৭ রানের বিশাল ব্যবধানে। এই জয়ে তিন ম্যাচ সিরিজটি ২-০তে জিতে নেয় অস্ট্রেলিয়া।

আগের দিনের ৪ উইকেটে ১৩৭ রান নিয়ে নেমে আর বেশিক্ষণ ব্যাট করেনি অস্ট্রেলিয়া। ১ উইকেট হারিয়ে আরও ৩১ রান তুলেই ইনিংস ছেড়ে দেয় তারা। নিউজিল্যান্ডের সামনে দাঁড়ায় প্রায় অসম্ভব এক লক্ষ্য। টম ব্লান্ডেল সেঞ্চুরি করলেও তাতে কুল কিনারা করতে পারেনি তারা। তার লড়াইয়ের পাশে বাকি ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। শুরুতেই টম ল্যাথাম আর কেন উইলিয়ামসনকে তুলে নিয়েছিলেন প্যাটিনসন। এই পেসারের তোপে পরে কাবু হন রস টেইলরও। ৩৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসে কিউইরা। এই বিপদ থেকে আর উদ্ধার হওয়া হয়নি তাদের। মিচেল স্ট্যান্টনার, বিজে ওয়েটলিংরা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের বেশি বাড়তে দেননি লায়ন। অসি অফ স্পিনার নিউজিল্যান্ডের লোয়ার মিডল অর্ডার ছেঁটেছেন পর পর। ওপেনার ব্লান্ডেল শেষ ব্যাটসম্যান হিসেবে অনিয়মিত বোলার মার্নাস লাবুশানের বলে ১২১ রানে আউট হলে শেষ হয়ে যায় খেলা।

অস্ট্রেলিয়া : ৪৬৭ ও ২য় ইনিংস : ১৬৮/৫(ডিক্লে.)। নিউজিল্যান্ড : ১৪৮ ও ২য় ইনিংস : ৭১ ওভারে ২৪০ (ব্ল্যান্ডেল ১২১, নিকোলাস ৩৩, ওয়েটলিং ২২, স্যান্টনার ২৭; স্টার্ক ০/৫৯, কামিন্স ০/৪৭, প্যাটিনসন ৩/৩৫, লায়ন ৪/৮১, লেবুশানে ১/১১)।
ফল : অস্ট্রেলিয়া ২৪৭ রানে জয়ী। ম্যাচসেরা : ট্রাভিস হেড। সিরিজ : ৩ ম্যাচে ২-০তে জয়ী অস্ট্রেলিয়া।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ