Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেই আত্মহত্যার চেষ্টাকারী নার্সের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১:৪০ পিএম

আত্মহত্যার চেষ্টাকারী সিনিয়র স্টাফ নার্স মৌসুমী দত্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ঢামেক আইসিইউতে মৃত্যু হয় মৌসুমী দত্তের। ঢামেক পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে ডিউটিরত অবস্থায় ফাঁসিতে ঝুলে মৌসুমী দত্ত আত্মহত্যার চেষ্টা চালান বলে জানায় ঢামেক কর্তৃপক্ষ।
সে সময় ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার হাসপাতালের পুরাতন ভবনের চারতলায় হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ডিউটিতে ছিলেন মৌসুমী। আমরা জানতে পেরেছি সন্ধ্যার দিকে কারো সঙ্গে মোবাইলে কথা বলছিলেন তিনি। কথা বলার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মুঠোফোনটি ছুঁড়ে মেরে ভেঙে ফেলেন মৌসুমী। এর পরপরই নিজেদের ড্রেসিং রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে তাকে উদ্ধার করা হয়। সেসময় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নার্স মৌসুমীর অবস্থা ‘খুবই আশঙ্কাজনক’ বলে জানান ঢামেক পরিচালক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ