Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়া গরমে পুড়ছে, রেকর্ডের আশঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ২:২৩ পিএম

অস্ট্রেলিয়াজুড়ে অস্বাভাবিক তাপমাত্রার তাপ বইছে। বিশ্বের অনেক দেশ যখন শীতে কাঁপছে, তখন গরমে পুড়ছে অস্ট্রেলিয়া। দেশটির নাগরিকদের সইতে হচ্ছে অস্বাভাবিক মাত্রার তাপ।

আবহাওয়াবিদরা বলছেন, সামনের সপ্তাহে রেকর্ড গড়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে অস্ট্রেলিয়ায়। এ জন্য ইতোমধ্যে কয়েকটি অঞ্চলে ফায়ার ওয়েদারের সতর্কতাও জারি করা হয়েছে। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।

পূর্বাভাস আছে, দেশটির পশ্চিম দিকে তীব্র মাত্রার লু হাওয়া বইয়ে যাওয়ার কারণে আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে। এছাড়া, পশ্চিম অস্ট্রেলিয়া এবং কুইন্সল্যান্ডের কিছু অংশে ফায়ার ওয়েদারের আশঙ্কা রয়েছে।

বুধবার অস্ট্রেলিয়ার অনেক অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া ব্যুরো (বিওএম)। এছাড়া পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে আগামী সপ্তাহে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার ৪০ ডিগ্রিতে যাচ্ছে এখানের তাপমাত্রা। আর রবিবার তাপমাত্রা হবে ৪১ ডিগ্রি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৫০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটা হয়েছিল ১৯৬০ সালের ২ জানুয়ারি। অবশ্য চলতি বছরের জানুয়ারিতেও দেশটিতে ৪৯ ডিগ্রির অসহনীয় তাপ ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ