Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পতি পত্নী অওর উও’ আয়ে এগিয়ে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

গত শুক্রবার বলিউডের ‘পতি পত্নী অওর উও’, ‘পানিপথ’ এবং ‘আধার মুক্তি পেয়েছে। যেমন ধারণা করা হয়েছিল তা সত্য প্রমাণ করে প্রথম ফিল্মটি ভাল দর্শক টেনেছে, ‘পানিপথ’-এর অবস্থা বাজেটের তুলনায় সন্তোষজনক নয়। মুদাস্সার আজিজের পরিচালনায় কমেডি ফিল্ম ‘পতি পতœী অওর উও’তে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, ভূমি পেদনেকার, অনন্যা পা-ে, অপরশক্তি খুরানা, মনু ঋষি চাদা, সানি সিং নিজ্জার, রাজেশ শর্মা, কে কে রায়না, নবনী পারিহার। শুক্রবার ফিল্মটি আয় করেছে ৯.১০ কোটি রুপি। পরের দুদিনের আয় ১২.৩৩ কোটি রুপি এবং ১৪.৫১ কোটি রুপি। সপ্তাহান্তের আয় ৩৫.৯৫ কোটি রুপি। সোমবারের আয় ৫.৭০ কোটি রুপি। রেটিং পাঁচে সাড়ে তিন। পিরিয়ড অ্যাকশন ড্রামা ‘পানিপথ’ পরিচালনা করেছেন আশুতোষ গোয়ারিকার; অভিনয় করেছেন অর্জুন কাপুর, সঞ্জয় দত্ত, কৃতি সানোন, পদ্মিনী কোলহাপুরি, কুণাল শশী কাপুর, জিনাত আমান, মোহনিশ বেহল, মির সারোয়ার, মিলিন্দ গুনাজি, নওয়াব শাহ, সাহিল সালাথিয়া, রবীন্দ্র মহাজন, অভিষেক নিগম এবং মান্ত্রা। প্রথম তিনদিনে ফিল্মটি যথাক্রমে আয় করেছে ৪.১২ ৯.১০ কোটি রুপি, ৫.৭৮ কোটি রুপি এবং ৭.৭৮ কোটি রুপি; সপ্তাহান্তের আয় ১৭.৬৮ কোটি রুপি। সোমবারে আয় ২.৫৯ কোটি রুপি। রেটিং পাঁচে সাড়ে তিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ