Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে আতঙ্কিত মানুষ, বাড়ি-ঘর ছাড়ছেন বাসিন্দারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৯, ২:৩৫ পিএম

ভয়াবহ দাবানলে পুড়ে ছাড়খাড় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়াসহ সিডনির বহু এলাকা। ভয়াবহ আকার ধারণ করা এই দাবানলে জ্বলছে বিশাল বনভূমি এলাকা। এরই মধ্যে পুড়েছে ৩ লাখ হেক্টর এলাকা। এই দাবানলের কারণে সেখানকার তাপমাত্রা বেড়ে গেছে অনেক। তীব্র গরম বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়েই স্থানীয় বাসিন্দারা নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে শুরু করেছেন।
মঙ্গলবার সকাল থেকেই কালো ধোঁয়ায় সিডনির বাতাস ভারী হয়ে উঠেছে। এতে পরিবহন সেবা ব্যহত হচ্ছে এবং স্বাস্থ্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া রাজ্যে দাবানল থেকে শতাধিক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে অনেকগুলোই গত মাস থেকে শুরু হয়েছে। অর্থাৎ প্রায় এক মাস ধরেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কিছু এলাকা।
গত সেপ্টেম্বরে ভয়াবহ দাবানল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৬৮০টির বেশি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২১ লাখ হেক্টরের বেশি জমি পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র বাতাসের কারণে আগুন আরও বেশি এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আগুনে ইয়াংগু ন্যাশনাল পার্ক পুড়ে ছাই হয়ে গেছে। আগুন পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, আগুনে শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিউ সাউথ ওয়েলসে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দাবানল এখন সিডনিতেও ছড়িয়ে পড়ছে। তিনটি স্থানে দাবানল বিপজ্জনক হয়ে উঠেছে।
গসপার্স মাউন্টেনে আগুন বিপজ্জনক অবস্থায় থাকায় ওই অঞ্চল থেকে স্থানীয় বাসিন্দাদের দ্রæত সরে যাওয়ার পরামর্শ দিয়েছে নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিস (আরএফএস)। সেখানকার প্রায় ২ লাখ ৩০ হাজার হেক্টর জমি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
বড় ধরনের আরও একটি দাবানল সিডনির কাছাকাছি শহরগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। গত মঙ্গলবার দাবানলের সূত্রপাত হয়। বøু মাউন্টেন ন্যাশনাল পার্ক এলাকার ৩০ হেক্টরের বেশি এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
ওয়াকদালে এবং নাতাই এলাকায় দুই হাজারের বেশি বাসিন্দা বসবাস করে। ইয়েনগো ন্যাশনাল পার্কের লিটল এল কমপ্লেক্সেও আগুন ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। সেখান থেকে কংগেওয়াইয়ের ওলোম্বি এলাকায় আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানকার প্রায় শতাধিক ভবন ও অবকাঠামো হুমকির মুখে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ