Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কেনসিংটন প্রাসাদে চুরি করেছিলেন ক্যামিলা!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ৫:১৭ পিএম

নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে চুরি করেছিলেন রাজপ্রাসাদে। সর্বসমক্ষে সে কথা স্বীকার করলেন বিখ্যাত গায়িকা ক্যামিলা কাবেলো। সেই সঙ্গে জানিয়েও দিলেন, চুরি করা জিনিস নিজের কাছেই গচ্ছিত রেখেছেন। ফেরত দেয়ার কোনও ইচ্ছাই নেই তার।

বিশ্বের বিভিন্ন প্রান্তের অল্পবয়সী প্রতিভাদের নিয়ে সম্প্রতি বিশেষ অনুষ্ঠান ছিল ব্রিটেনের কেনসিংটন প্যালেসে। সেখানে সকলের সঙ্গে আলাপ করেন প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী কেট। সেই অনুষ্ঠানেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ক্যামিলা।

ক্যামিলা জানিয়েছেন, বিবিসি রেডিও ওয়ানের সঞ্চালক গ্রেগ জেমসও কেনসিংটন প্যালেসের ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। রাজপ্রাসাদ থেকে কিছু চুরি করতে গ্রেগই তাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, যা করে দেখান তিনি।

ক্যামিলা জানান, কেট ও উইলিয়ামের সঙ্গে আলাপের ঠিক আগে তাকে রাজপ্রাসাদ থেকে কিছু চুরি করে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন গ্রেগ। কিছু না ভেবে তিনিও একটি পেনসিল তুলে নেন। কিন্তু প্রাসাদের এক নিরাপত্তা রক্ষীকে বিষয়টি জানিয়ে দেন গ্রেগ। প্রথমে তাতে হকচকিয়ে গেলেও, মায়ের ব্যাগে পেনসিলটি ঢুকিয়ে দেন ক্যামিলা। বার বার পেনসিল ফিরিয়ে দিতে বললেও, মায়ের কথা শোনেননি তিনি। চুরি করা পেনসিলটি আজও নিজের কাছে রেখে দিয়েছেন তিনি।

ক্যামিলার এই স্বীকারোক্তি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি কেট ও উইলিয়াম। তবে কেনসিংটন প্যালেস নামে তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে বিষয়টি নিয়ে টুইট করা হয়। তাতে কড়া কথা শোনানোর বদলে একটি ইমোজি পোস্ট করা হয়, যার অর্থ ডিউক এবং ডাচেস অব কেমব্রিজ বিষয়টি ভালই উপভোগ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ