পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
গত শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় ইসরাইলি সেনাদের গুলিতে বাম চোখ হারান সাংবাদিক মোয়াজ আমারনা। মোয়াজের চোখ হারানোর ঘটনায় ফিলিস্তিনসহ মুসলিম দেশগুলোতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, রোনালদোর বাম চোখে ব্যান্ডেজ করা। অর্থাৎ এক চোখ হারিয়েছেন তিনি। অবশ্য মোয়াজের ওই ঘটনায় সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাম চোখে ব্যান্ডেজ বা কাগজে ঢেকে ছবি তুলে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন। আগে থেকেই অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদোর ইহুদিবিরোধী মনোভাবের কথা সারাবিশ্ব জানে। ফুটবলের এই তারকার এ ধরনের পদক্ষেপ ইসরায়েলের জন্য নেতিবাচক ঘটনা বটে। ইন্টারনেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।