Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

লতা মঙ্গেশকর এখনও আইসিইউতে, তবে আগের থেকে অনেকটা সুস্থ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৯, ৫:০৫ পিএম

এখনও আইসিইউতেই আছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তবে তিনি আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন। এ কথা জানিয়েছে তাঁর পরিবার। তবে এর থেকে বেশি কিছু জানাতে চায়নি তারা।

লতার ভাইঝি রচনা জানিয়েছেন, 'লতা জি এখনও অনেকটা ভালো আছেন। এর বেশি আমরা কিছু বলতে পারব না। অনুগ্রহ করে আমাদের প্রিভেসিকে সম্মান করুন।' পরিবারের তরফে এ কথা জানানো হলেও ৯০ বছরের কিংবদন্তী গায়িকার শারীরিক অবস্থা সম্পর্কে এ দিন কিছু জানাতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

লতার অবস্থা স্থিতিশীল', হাসপাতালে দেখে এসে জানালেন মধুর

এর আগে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে লতাকে দেখতে যান চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর। ফিরে মঙ্গলবার রাতে তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানান, 'লতা দিদিকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। আনন্দের সঙ্গে জানাচ্ছি তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিত্‍‌সায় ইতিবাচক সাড়া দিচ্ছেন তিনি। তাঁর দ্রুত সুস্থতায় আশীর্বাদ ও প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ।'

সূত্র: এই সময় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ