Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সাকিব আর আমার ব্যাপার ভিন্ন’

এখনও ফেরার স্বপ্ন দেখেন আশরাফুল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ১২:০৬ এএম

 প্রায়ই কথায় কথায় বলা হয়, ‘তোমার সঙ্গে হলে বুঝতে কেমন লাগে!’ বেশিরভাগ ক্ষেত্রেই কথাটি সত্য হলেও, অন্তত সাকিব আল হাসানের শাস্তির ব্যাপারে মোহাম্মদ আশরাফুলের এমন কিছু বলার সুযোগ নেই। বাংলাদেশ ক্রিকেটের একসময়কার সেরা এই তারকা বেশ ভালোভাবেই জানেন সাকিবের ভেতর দিয়ে এখন কী যাচ্ছে, তার মানসিক অবস্থা-ই বা কেমন।
আর এ কথা নিজ মুখেই জানিয়েছেন আশরাফুল। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইসপিএন ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সাকিব এখন কীসবের মধ্য দিয়ে যাচ্ছে, তা ভাষায় বর্ণনা করা কঠিন। আমি মনে করি এখন এ বিষয়ে সাকিবকে জড়িয়ে খুব বেশি খবর প্রকাশিত না হওয়াই ভালো। কারণ আমি জানি এসব খবর কতোটা প্রভাব ফেলে।’ তবে আশরাফুল এটিও বলে দিয়েছেন সাকিবের শাস্তির অপরাধের সঙ্গে তার অপরাধের কোনো মিল নেই। কেননা আশরাফুল যেখানে সরাসরি ফিক্সিং করে পাঁচ বছর নিষিদ্ধ ছিলেন, সেখানে জুয়ারির প্রস্তাব গোপন রেখে শাস্তি পেয়েছেন সাকিব। তাই দুটিকে ভিন্ন ভিন্ন ঘটনা হিসেবেই উল্লেখ করেন আশরাফুল, ‘আমাদের ঘটনা কিন্তু আলাদা। সে জুয়ারিদের প্রস্তাব দেয়ার কথা কর্তৃপক্ষকে জানায়নি। আর আমি ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে পুরোপুরি জড়িত ছিলাম। তবে এটা আমাদের সিস্টেমের জন্যই একটা বড় ধাক্কা। আমরা ক্রিকেট খেলতে ভালোবাসি।’
এসময় নিজের নিষেধাজ্ঞায় থাকা সময়ের স্মৃতিচারণ করেন আশরাফুল। জানান সবকিছু থেকে দূরে থাকতে দিনের বেলা ঘুমাতেন তিনি। তবে যখন পেয়েছেন আশার আলো, তখন নতুন করে দেখতে শুরু করেন ক্রিকেটে ফেরার স্বপ্ন, ‘আমি প্রথম ছয় মাস ঘুমিয়েই কাটিয়ে দিয়েছিলাম। সারা রাত টিভি দেখতাম, পরদিন দুপুরে ঘুম থেকে উঠতাম। এরপর আমি হজ্ব করে এলাম। যা আমাকে বাড়তি সাহস জোগায়। আমি সবসময় ভাবতাম, আদৌ ফিরতে পারব কি না ক্রিকেটে। কারণ তখন আমার বয়স ত্রিশ।’ তবে হতাশ হতে রাজী নন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, ‘ক্রিকেট বোর্ড সাকিবকে সাহায্য করছে। আমিও হয়তো সমর্থন পেয়েছিলাম কিন্তু এটার সঙ্গে সাকিবের ব্যাপারটা মিলবে না। এছাড়া আমাদের মাশরাফি বিন মর্তুজার কথাও মাথায় রাখতে হবে। যে বারবার ইনজুরিতে পড়েও মাঠে ফিরেছে। আর প্রতিবার দুর্দান্ত প্রত্যাবর্তনের অতীত উদাহরণ তো রয়েছেই সাকিবের।’

 



 

Show all comments
  • Samiul Islam Islam ১ নভেম্বর, ২০১৯, ১:২৩ এএম says : 0
    কথা গুলা ভালো লেগেছে,,,শুভ কামনা রইলো
    Total Reply(0) Reply
  • Reajul Raju Khan ১ নভেম্বর, ২০১৯, ১:২৩ এএম says : 0
    শুভকামনা রইল বাংলাদেশের আশার ফুল প্রিয় ক্রিকেটার আশরাফুলের জন্য
    Total Reply(0) Reply
  • Toufiq Rahman Anik ১ নভেম্বর, ২০১৯, ১:২৩ এএম says : 0
    Vai apnake dekhte chai abar dole... Khub miss kori... Apni desh sera player.
    Total Reply(0) Reply
  • Md Tanzid ১ নভেম্বর, ২০১৯, ১:২৩ এএম says : 0
    Best of luck ashraful feere asho abar jatio dole ei kamona korci allah kace
    Total Reply(0) Reply
  • Md Saiful Islam ১ নভেম্বর, ২০১৯, ১:২৪ এএম says : 0
    বাংলাদেশের সব থেকে সেরা প্লেয়ার মুহাম্মদ আশরাফুল আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আবার ও ব্যাটেবলে ফিরে আসবে
    Total Reply(0) Reply
  • Dobirul Islam Dobir ১ নভেম্বর, ২০১৯, ১:২৪ এএম says : 0
    আশরাফুল ভাই আমাদের টিম কে অনকে কিছু দিয়েছিলেন, আশা করি উনি আবারও জাতীয় দলে ডাক পাবেন।
    Total Reply(0) Reply
  • Md Akteruzzaman ১ নভেম্বর, ২০১৯, ১:২৪ এএম says : 0
    দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলাম আমার আশার ফুলের জন্য। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আবারো জাতীয় দলের জার্সি গায়ে খেলা দেখার আশা করি। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আপনি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশরাফুল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ