Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টক মিষ্টি ঝাল-এর ১০০ পর্বে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ১২:২৫ এএম

জীবনে কোন ক্ষেত্রে জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ১০০ ভাগ সফল আর কোন ক্ষেত্রে ১০০ ভাগ ব্যর্থ? ব্যক্তি এবং খেলোয়াড়-জীবনে কাকে তিনি ১০০ ভাগ শক্ত প্রতিপক্ষ মনে করেন? তার জীবনের ১০০ ভাগ গোপন কোন কথাটি আছে, যা কেউ জানে না? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে বাংলাভিশনের রম্য-বিদ্রুপাত্মক অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝাল’-এর ১০০তম পর্বে। অনুষ্ঠানে আশরাফুলের অনেক অজানা তথ্য তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানের এই বিশেষ পর্বটি সাজানো হয়েছে ১০০-এর বিভিন্ন ঘটনা নিয়ে। অনুষ্ঠানটির প্রযোজক খায়রুল বাবুই বলেন, ‘আমাদের দেশীয় টেলিভিশনে রম্য-বিদ্রুপাত্মক নিয়মিত অনুষ্ঠান নেই বললেই চলে। কিন্তু এ ধরনের অনুষ্ঠানের প্রতি সব শ্রেণির দর্শকের আগ্রহ রয়েছে। তাই ‘টক মিষ্টি ঝাল’ অনুষ্ঠানটির পরিকল্পনা থেকে শুরু করে প্রতিটি পর্বেই আমরা নতুনত্ব রাখার চেষ্টা করেছি।’ অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করছেন জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান আবু হেনা রনি। অনুষ্ঠানটি প্রচার হবে বাংলাভিশনে আজ রাত ১১.২৫ মিনিটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোহাম্মদ আশরাফুল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ