Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুবাইয়ে আশরাফুল পাভেলের গানের শুটিং

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

কানাডায় বসবাসরত সঙ্গীতশিল্পী আশরাফুল পাভেল নিয়মিত গান করে যাচ্ছেন। বিদেশেই শুটিং করে ভিডিও নির্মাণ করেন সেই সব গানের। গানের সাথে যুক্ত করেন বিদেশী মডেল। সম্প্রতি তার নতুন গান ‘দুবাই শপিংয়ে যাব’ প্রকাশিত হয়েছে। গানটির কথা, সুর, সঙ্গীত ও কন্ঠ দিয়েছেন আশরাফুল পাভেল। গানটির শুটিংও হয়েছে দুবাইয়ে। সেখানের ভিন্ন ভিন্ন লোকেশনে চিত্রায়ন করা এই গানে মডেল হিসেবে পারফর্ম করেছেন লেবাননের মডেল লিওয়া খাওয়াসি এবং ভারতের অভিনেত্রী শাইল শর্মা। সিনেমাটোগ্রাফী করেছেন অরুণ পাঠক। নতুন গান নিয়ে পাভেল বলেন, গানটির অডিও করার পর মনে হলো, গানটির ভিডিও দুবাইতে গিয়ে করলেই পারফেক্ট হবে। এ চিন্তা থেকেই গানটির শুটিং দুবাইয়ে গিয়ে করি। কানাডা থেকে পুরো ভিডিও টিম নিয়ে আমরা দুবাই গিয়ে দুই দিন শুটিং করে গানটি শেষ করেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে এই গানটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুবাইয়ে আশরাফুল পাভেলের গানের শুটিং
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ