Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সে টুইন টাওয়ারের মতো হামলার ছক ব্যর্থ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৯, ৪:১৬ পিএম

যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলার ছাঁচে সাজানো পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে ফ্রান্স। এই ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করেছে দেশটির পুলিশ।

গতকাল শনিবার (১৯ অক্টোবর) ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্তোফ কাস্তানারের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

কাস্তানার জানান, উড়োজাহাজ ছিনতাইচেষ্টার সময় অপরাধী সন্দেহে একজনকে আটক করে পুলিশ। পরে, তাকে জিজ্ঞাসাবাদ করা হলে বের হয়ে আসে হামলার পরিকল্পনা। প্যারিসের একটি বহুতল বাণিজ্যিক ভবনে উড়োজাহাজ দিয়ে হামলার নকশা করেছিলেন তিনি। তবে, আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

২০১৩ সালের পর এনিয়ে ৬০টি হামলার পরিকল্পনা নস্যাৎ করার দাবি জানান ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী কাস্তানার। তিনি বলেন, প্রতি সপ্তাহেই ফরাসি পুলিশের তৎপরতায় দু’একজন সন্দেহভাজন আটক হচ্ছে। আমরা দেশজুড়ে কড়া নিরাপত্তা জারি রেখেছি।

নিরাপত্তা জোরদারের পরেও সম্প্রতি বেশকিছু হামলার শিকার হয়েছে রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বড় কয়েকটি শহর।

গত ৩ অক্টোবর দেশটির তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানে উচ্চপদস্থ এক কর্মকর্তার গুলিতে তিনজন নিহত হন। নিজেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী হিসেবে পরিচয় দেওয়া ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হন।

এর আগে, ২০১৫ সালের নভেম্বরে আইএসের হামলায় প্যারিসে ১৩০ জন প্রাণ হারিয়েছিলেন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (টুইন টাওয়ার) আল কায়েদার সন্ত্রাসী হামলায় ৭৮টি দেশের মোট ২ হাজার ৯৯৬ জন নিহত হন। শুধু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চালানো দু’টি উড়োজাহাজ হামলায় প্রাণ হারান ২ হাজার ৭৬৩ জন। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে হামলায় নিহত হন উড়োজাহাজের ৬৪ আরোহীসহ ১৮৯ জন। তা বাদেও ৪৪ আরোহীসহ পশ্চিম পেনসিলভানিয়ার একটি ফাঁকা জায়গায় বিধ্বস্ত হয় ছিনতাই করা চতুর্থ উড়োজাহাজটি।
পরবর্তীকালে ওই ঘটনার জেরেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আফগানিস্তানে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ