Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রণবীরের জন্মদিনের কেক নিজের হাতে বানালেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ৭:০৮ পিএম

গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) ছিল বলিউড অভিনেতা রণবীর কাপুরেরে জন্মদিন। জন্মদিন উপলক্ষে অভিনেতার বাড়িতেই একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করেন মা নীতু সিং কাপুর ও প্রেমিকা আলিয়া ভাট। এই পার্টিতে আমন্ত্রিত ছিলেন মুম্বাই চলচ্চিত্রের অনেকেই। গভীর রাত অবদি জমিয়ে চলে সেলিব্রেশন। ইতোমধ্যেই ওই অনুষ্ঠানের কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে।

শুধু ছবিই নয়, রনবীরের জন্মদিনে আলিয়ার একটি ভিডিও ফুটেজও প্রকাশ পেয়েছে সোশ্যাল দুনিয়ায়। ভিটিওতে দেখা যাচ্ছে আলিয়ার নিজের হাতে একটি কেক বানাচ্ছেন। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায় প্রেমিকের জন্মদিনে আলিয়ার বানানো বিশেষ ওই কেকটিতে ছিল কলা এবং চকোলেট।

এই ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই আলিয়াকে ‘পারফেক্ট গার্লফ্রেন্ড’ -এর তকমা দিয়েছেন। এদিকে আলিয়া-রণবীরের ভক্তরা আপাতত তাদের প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’র মুক্তির অপেক্ষায় রয়েছেন।

ভিডিওতে দেখে নিন আলিয়ার কেক বানানোর সেই দৃশ্য

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ