প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামীকাল বলিউডের ‘ম্যায় জরুর আউঙ্গা’, ‘লিটল বেবি’ এবং ‘ঝালকি’ ফিল্ম তিনটি মুক্তি পাচ্ছে।‘ম্যায় জরুর আউঙ্গা’ আশীর্বাদ সিনেভিশন প্রাইভেট লিমিটেড এবং আহিল্য প্রডাকশন্সের ব্যানারে মুক্তি পাবে। রাজেন্দ্র শিপ এবং সন্দ্বীপ বাটরা সঙ্গীত পরিচালনায়। হরর ফিল্মটি প্রযোজনা করেছেন মহেন্দ্র সিং নামদেব। চন্দ্রকান্ত সিংয়ের পরিচালনায় অভিনয় করেছেন আরবাজ খান, ঐন্দ্রিতা রায়, বিকাস ভার্মা, গোবিন্দ নামদেব, হেমন্ত পাÐে, বিনীত ভার্মা, আলি শাহ এবং জেবা বেগ। ফ্যামিলি ড্রামা ‘লিটল বেবি’ মুক্তি পাবে ভি কে প্রডাকশন্স এবং শাইনিং মুন পিকচার্সের ব্যানারে। রিঙ্কু সিং ফিল্মটি প্রযোজনা করেছেন। শেখর এস ঝা’র পরিচালনায় অভিনয় করেছেন প্রিয়াংশু চ্যাটার্জি, গুলনাজ সিঙ্গাপোরিয়া এবং শিবানী মহাজন।সঙ্গীত পরিচালনা করেছেন ভিকি প্রসাদ। ড্রামা ফিল্ম ‘ঝালকি’ মুক্তি পাবে মোবিয়াস ফিল্মসের ব্যানারে। প্রযোজনা করেছেন ব্রহ্মানন্দ সিং এবং আনন্দ চাবান। ব্রহ্মানন্দ সিংয়ের পরিচালনায় অভিনয় করেছেন বোমান ইরানি, দিব্য দত্ত, সঞ্জয় সুরি, তনিস্থ চ্যাটার্জি, গোবিন্দ নামদেব, জয় সেনগুপ্ত, বচন পাচেহরা, অখিলেন্দ্র মিশ্র এবং কৈলাশ সত্যার্থি। সন্দেশ সান্ডলিয় সঙ্গীত পরিচালনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।