Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘন্টায় ঘন্টায় অক্ষয়ের ‘হাউসফুল ফোর’-এর পোস্টার মুক্তি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৩২ পিএম

অক্ষয় কুমার বর্তমানে ব্যস্ত আছেন বছরের বহুল প্রতীক্ষিত কমেডি সিনেমা ‘হাউজফুল ফোর’-এর কাজে। আগামী ২৫ অক্টোবর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি মুক্তি উপলক্ষে সংশ্লিষ্টরা একটি ঘোষণা দিয়েছেন। সে ঘোষণাতেই রীতিমতো তুলকালাম বেঁধে গিয়েছে অক্ষয় ভক্তদের মাঝে। যদিও শুরু থেকেই অক্ষয়ের এই সিনেমা নিয়ে ভক্তদের মাঝে একটি উত্তেজনা লক্ষ করা গেছে।

এবার সেই উত্তেজনার মাত্র আরও বাড়িয়ে দিলেন সিনেমাটি সংশ্লিষ্টরা। জানা গেছে, আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে টানা এক মাস প্রতি ঘণ্টায় ছবিটির একটি করে পোস্টার প্রকাশ করা হবে।

খবরটি ভক্তদের জানান দিয়েছেন অক্ষয় কুমার নিজেও। সোশ্যাল মিডিয়ায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। ওই ভিডিওটিতেও এমন বার্তাই জানিয়েছেন তিনি।

যদিও কাজ শুরু হওয়ার পর থেকেই বেশ আলোচনায় রয়েছে ‘হাউজফুল ফোর’। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করার কথা ছিল নানা পাটেকরের। কিন্তু তার বিরুদ্ধে #মিটু মুভমেন্টের মাধ্যমে যৌন হেনস্থার অভিযোগ তোলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। যার ফলে তাকে বাদ দিয়ে নেওয়া হয় দক্ষিণী তারকা রানা ডাগ্গুবাতিকে।

ফরহাদ সামজি পরিচালিত ও সাজিদ নাদিয়াড়ওয়ালা প্রযোজিত ‘হাউজফুল ফোর’ এ অক্ষয় ছাড়া আরও অভিনয় করেছেন রীতেশ দেশমুখ, কৃতি শ্যানন, পূজা হেগড়ে, ববি দেওল, চাঙ্কি পান্ডে ও কৃতি খারবান্দাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ