Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড’ পেলেন আনুশকা শেঠিও

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ৪:০৪ পিএম

ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড’ পেয়েছেন অমিতাভ বচ্চন। যারা ভারতীয় সিনেমায় অসামান্য অবদান রাখেন, তারাই কেবল এই পুরস্কার পেয়ে থাকেন।

এবার বিগ বির সঙ্গে এই সম্মানজনক পুরস্কার পেলেন ‘বাহুবালি’ অভিনেত্রী আনুশকা শেঠি! জনপ্রিয় এই অভিনেত্রী ‘ভাগামাথি’ সিনেমায় অনবদ্য অভিনয় করে এই সম্মাননা অর্জন করেছেন।

অন্যদিকে দক্ষিণী সিনেমার তারকা মহেশ বাবু। ‘ভারত আনে নেনু’ সিনেমার সুবাদেই তিনিও এই সম্মাননা পেয়েছেন। স¤প্রতি দক্ষিণী সিনেমার জন্য দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেখানেই সেরা অভিনেতার পুরস্কারে ভূষিত হন মহেশ বাবু।

অবশ্য সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকায় নিজের হাতে পুরস্কারটি গ্রহণ করতে পারেননি মহেশ বাবু। তার পক্ষে তার স্ত্রী পুরস্কারটি গ্রহণ করেছেন।

উল্লেখ্য, এবারই প্রথম দক্ষিণী সিনেমার জন্য আলাদাভাবে দাদাসাহেব াফলকে পুরস্কার দেয়া হয়েছে। হায়দারাবাদের এক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় পুরস্কারটির জমকালো আসর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ