প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড বাদশা শাহরুখ খানের একটি ক্রিকেট টিম রয়েছে। এই তালিকায় আছেন প্রীতি জিনতাও। তিনিও একটি ক্রিকেট টিম কিনেছেন। এই তালিকা এখানেই শেষ নয়। শুধু ক্রিকেটই নয়, অন্যান্য খেলার প্রতিও তারকাদের রয়েছে ভালো লাগা। ভালো লাগা থেকেই পুরো একটি দল কিনে নেন নিজের করে। সম্প্রতি এই পথে হাঁটতে শুরু করলেন দক্ষিণী অভিনেত্রী রাকুল প্রীত সিং। তিনি টেনিস প্রিমিয়ার লিগের একটি দল কিনেছেন।
ভারতীয় গণমাধ্যম বর্তমান জানিয়েছে, অল ইন্ডিয়া টেনিস অ্যাসোশিয়েশন এবং মহারাষ্ট্র স্টেট লন টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেনিস প্রিমিয়ার লিগ। এই লিগে অংশগ্রহণকারী দল ফাইনক্যাব হায়দরাবাদ স্ট্রাইকারের মালিকানা কিনে নিলেন ওই অভিনেত্রী। শীঘ্রই শুরু হতে যাওয়া এই প্রিমিয়ার লিগে একটি দল নিজের করে কিনতে পেরে তিনি মহা খুশি।
রাকুল প্রীত সিং বলেন, ‘ছোটবেলায় আমি টেনিস খেলেছি। এখন সময় পেলে অবশ্য গলফ খেলি। আমি জাতীয়স্তরেও গলফ খেলেছি। তারপর খেলা নিয়ে আর এগনো হয়নি। কারণ, আমি মডেলিংয়ে মন দিয়েছিলাম। এই লিগের অংশ হতে পেরে খুবই ভালো লাগছে।’
মুম্বইয়ে আগামী ১২ ডিসেম্বর থেকে এই লিগ শুরু হচ্ছে। রাকুল দিল্লির মেয়ে হলেও তিনি হায়দরাবাদের টিমটাই কিনতে চেয়েছেন। কারণ, এই শহর থেকেই তার ক্যারিয়ারের পথচলা শুরু হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।