Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫৪ পিএম

তিনি বলিউড বিগ বি। শাহেন শাহও তিনি। তার নামের আগে আরও কতো বিশেষই না লাগিয়ে থাকেন ভক্তরা। তিনি একাধারে চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক। তার আরও একটি পরিচয় সবার জানা। তিনি সাবেক একজন রাজনীতিবিদও বটে। ভারতীয় চলচ্চিত্র তথা বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা এবং প্রভাবশালী অভিনেতা হিসেবে গণ্য করা হয় তাকে। দুই প্রজন্ম ধরে বিনোদন জগতে অবদান রেখে চলেছেন এই লিজেন্ড। পাঁচ দশকের অধিক সময়ের কর্মজীবন যার অমিতাভ বচ্চন। দীর্ঘ এই ক্যারিয়ারে বর্ষীয়ান এই অভিনেতা ১৯০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

অভিনয় জীবনে নিজের কাজের স্বাক্ষর স্বরূপ অমিতাভ বচ্চন পেয়েছেন অসংখ্য পুরস্কার। ১৯৮৪ সালে বুড়ো বচ্চন পান পদ্মশ্রী পুরস্কার। ২০০১ সালে পদ্মভূষণ ও ২০১৫ সালে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয় অমিতাভ বচ্চনকে। এবার বিগ বির ঝুলিতে আরও একটি সম্মান যোগ হতে যাচ্ছে। ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার দাদাসাহেব ফালকের জন্য মনোনীত হয়েছেন বলিউডের কিংবদন্তি এই অভিনেতা। ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

এ খবর প্রকাশ হওয়ার পর পরই অমিতাভ বচ্চনকে বলিউড তারকারা টুইটারে অভিনন্দন জানাতে শুরু করেছেন। এরমধ্যে রয়েছেন বলিউড অভিনেতা অনিল কাপুর, করণ জোহররা। এছাড়া অভিনেতাকে অভিনন্দন জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় তথ্য ও স¤প্রদার মন্ত্রী প্রকাশ জাভেদকর।

তবে বিষয়টি নিয়ে এখনও বর্ষীয়ান এ অভিনেতা আনুষ্ঠানিক কোনো বার্তা প্রকাশ করেননি। শুধু তিনিই নন, তার পরিবারের অন্যান্য সদস্যরাও এখনও চুপ করেই আছেন।

উল্লেখ্য, ১৯৪২ সালে ১১ অক্টোবর ভারতের এলাহাবাদে জন্ম জন্মগ্রহণ করেন অমিতাভ বচ্চন। ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্থানি’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা করেন বলিউড শাহেনশাহ। এরপর একে একে ‘আনন্দ’, ‘জঞ্জির’, ‘শোলে’ এবং ‘অগ্নিপথ’, ‘দিওয়ার’, ‘কাভি কাভি’, ‘সিলসিলা’ ‘বø্যাক’ ‘সরকার’, ‘পিকু’র মতো আরও অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ