প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সালমান খানের সঞ্চালনায় শুরু হতে যাচ্ছে ‘বিগ বস’-এর ১৩তম আসর। গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) মুম্বাইয়ের আন্ধেরি মেট্রো স্টেশনে অনুষ্ঠিত হয়েছে এর উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে মেট্রো ট্রেনে চড়ে উপস্থিত সকল দর্শককে চমকে দিয়েছেন ভাইজান!
ইতোমধ্যেই ‘বিগ বস-১৩’র উদ্বোধনী অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক আলোচিত্রীর উপর তেলে বেগুনে জ্বলে উঠেছেন সালমান খান। সেই সঙ্গে ওই আলোচিত্রীকে তিনি বলছেন, ‘আমাকে নিয়ে যখন তোমার এতো সমস্যা তাহলে তোমরা সবাই আমাকে নিষিদ্ধ করে দাও।’
কিন্তু ওই আলোচিত্রী সালমানকে এমন কী বলেছেন যার কারণে তিনি ক্ষেপে গিয়েছিন তা এখনও জানা যায়নি।
‘বিগ বস-১৩’র উদ্বোধনী অনুষ্ঠানে সালমান খানের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন আমিষা পাটেল, অর্জুন বিজলানি, সানা খান ও পূজা ব্যানার্জি।
এবারের ‘বিগ বস’-এর সেট সাজানো হয়েছে মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে। গত বছরেরটি ছিল লোনাভলার কারজাতে। এবারও অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সালমান খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।