প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই। কিন্তু এখনও অভিনেত্রীর বিয়েই হলো না! ভক্তদের জানার ইচ্ছা কেনো তিনি এখনও বিয়ে করেননি। যদিও নানা সময় অভিনেত্রী বিয়ে নিয়ে নানান ধরণের কথা শোনা গিয়েছে। কিন্তু আসল সত্যিটা কখনও জানা যায়নি।
বিয়ে না করার জন্য নানা সময় অভিনেত্রীকে নানান ধরণের প্রশ্নের মুখেও পড়তে হয়েছে। কিন্তু কখনই বিয়ের বিষয়ে মুখ খোলেননি তিনি। বলা হচ্ছে বলিউড অভিনেত্রী টাবুর কথা। যৌবন প্রায় শেষ! কিন্তু এখনও এই অভিনেত্রী সাদনা তলায় যেতে পারেননি।
তবে অভিনেত্রীর হয়তো বরফ গলেছে। তাইতো ভক্তদের বহুদিনের ইচ্ছাটা পূরণ করেই দিলেন। নিজেই জানিয়ে দিলেন বিয়ে না হওয়ার বিষয়টি। এ জন্য অবশ্য অভিনেত্রী দায়ী করেছেন দুইজন মানুষকে। এরমধ্যে একজন বলিউডের অভিনেতা, অন্যজন টাবুর পরিবারেরই সদস্য!
টাবু জানিয়েছেন, তার বিয়ে না হওয়ার জন্য দায়ী অজয় দেবগণ। কারণ অজয় দেবগণ আর তার যোগাযোগ দীর্ঘদিনের। পেশাদার ক্ষেত্র টপকে বহুকাল আগেই সম্পর্ক গড়িয়েছে পারিবারিক স্তরে।
টাবু বলেন, ‘যে ছেলেই আমার সঙ্গে একান্তে কথা বলতে চাইতো তাদের হঠিয়ে দিতো আমার বোন সামীরা এবং অজয় মিলে। আর এ কারণেই কোনো সম্পর্ক গড়ে উঠনি। বিয়েটাও করা হয়নি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।