Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯২তম অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করবে ‘গলি বয়’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ৮:৪৮ পিএম

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের আয়োজনে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের ৯২তম আসর। এ আসরে ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগে ভারত থেকে প্রতিনিধিত্ব করবে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘গালি বয়’।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এবার অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য ২৭টি ছবি জমা পড়েছে। এর মধ্য থেকে জুরিবোর্ড ‘গালি বয়’ সিনেমাটিকে মনোনীত করেছে।

মুম্বাইয়ের স্ট্রিট র‌্যাপারদের জীবনের গল্প নিয়ে ‘গলি বয়’ নির্মিত হয়েছে। একজন র‌্যাপার কীভাবে তার স্বপ্ন সফল করেন, তাই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। জোয়া আখতারের পরিচালনায় এ বছর ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পায়। ৮৪ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছে ২৩৮ কোটি রুপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ