প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দাম্পত্য জীবনে কোনো আগ্রহ না থাকলেও সালমানের ভীষণ আগ্রহ বাচ্চাদের প্রতি। নিজের ঘরে আছে ভাগনে, বোন অর্পিতা খানের পুত্র। তাকে নিয়ে সুযোগ পেলেই মজায় মেতে ওঠেন সুলতান।
এবার জানা গেল আবারও মামা হতে চলেছেন ভাইজান। গত বৃহস্পতিবার আইফা সম্মানে এসে অর্পিতা খান এবং তার স্বামী আয়ুষ শর্মা ঘোষণা করেন সেই খুশির খবর।
আয়ুষ বলেন, ‘বাড়িতে নতুনের আগমন সব সময়ই বেশ আনন্দের। অর্পিতা আবারও মা হতে চলেছে। আমাদের সন্তানের জন্য আর তর সইছে না।’
২০১৪ সালের ১৮ নভেম্বর বিয়ে করেন অর্পিতা এবং আয়ুষ। ২০১৬ তে তাদের প্রথম সন্তান আহিলের জন্ম হয়। ভাগনে আহিলকে নিয়ে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে দেখা যায় সল্লু মির্জকে। নতুন অতিথি এলে দুই মামা ভাগনের আরেকজন সঙ্গী বাড়বে সেটা আর বলে দিতে হয় না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।