Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

যশোরে শিক্ষা সচিবকে জমিয়াতুল মোদার্রেছীনের সংবর্ধনা

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ৮:১৮ পিএম

যশোরে শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরী বিভাগের সচিব মুন্সী শাহাবুদ্দীন আহমেদ এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সফিউদ্দীন আহমেদকে বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর এয়ারপোর্টে জমিয়াতুল মোদার্রেছীনের যশোর জেলা শাখার পক্ষ থেকে বিরাট সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জমিয়াতুল মোদার্রেছীনের যশোরের সভাপতি মাওলানা নূরুল ইসলামের নেতৃত্বে ৮টি উপজেলার ২শ’৮৫টি মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং জমিয়তের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ রাস্তার দুধারে দাঁড়িয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অতিথিবৃন্দ সুশৃঙ্খল ভাবে দাঁড়ানো বিশাল বহর দেখে অভিভুত হন। তারা নেতৃবন্দকে থন্যবাদ জানান। আজ শুক্রবার যশোর সার্কিট হাউজে জেলা জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করবেন ওই দুই অতিথি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ