Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল বলিউডে তিনটি ফিল্ম মুক্তি পাচ্ছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

আগামীকাল বলিউডের ‘প্রস্থানম’, ‘দ্য জোয়া ফ্যাক্টর’ এবং ‘পাল পাল দিল কে পাস’ ফিল্ম তিনটি মুক্তি পাচ্ছে। পলিটিকাল অ্যাকশন ফিল্ম ‘প্রস্থানম’ মুক্তি পাবে সঞ্জয় দত্ত প্রডাকশন্সের ব্যানারে। প্রযোজনা করেছেন মান্যতা দত্ত। দেবা কাট্টার পরিচালনায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আলি ফজল, আমায়রা দাস্তুর, জ্যাকি শ্রফ, মনীষা কৈরালা, চাঙ্কি পান্ডে, সত্যজিৎ দুবে এবং একটি বিশেষ নৃত্যদৃশ্যে ঈশিতা রাজ শর্মা। সঙ্গীত পরিচালনা করেছেন অঙ্কিত তিওয়ারি এবং ফরহাদ সামজি। ফক্স স্টার স্টুডিওস এবং অ্যাডল্যাবস ফিল্মস লিমিটেডের ব্যানারে ড্রামা ফিল্ম ‘দ্য জোয়া ফ্যাক্টর’ মুক্তি পাচ্ছে। প্রযোজনা করেছেন পূজা শেট্টি এবং আরতি শেট্টি। অভিষেক শর্মার পরিচালনায় অভিনয় করেছেন সোনম কাপুর আহুজা, দুলকার সালমান, অঙ্গদ বেদি, সঞ্জয় কাপুর, সিকান্দার খের, উদিত অরোরা এবং কোয়েল পুরি। সঙ্গীত পরিচালনায় লয় মেনডোনসা, শঙ্কর মহাদেবন এবং এহসান নুরানি। সানি সাউন্ডস প্রা. লি. এবং জি স্টুডিওসের ব্যানারে ‘পাল পাল দিল কে পাস’ মুক্তি পাচ্ছে। রোমান্স ড্রামটি প্রযোজনা করেছেন সুনীল এস. সাইনি। সানি দেওলের পরিচালনায় অভিনয় করেছেন সানি দেওল, করণ দেওল (সানির ছেলে, অভিষেক চলচ্চিত্র), সাহার বাম্বা (অভিষেক), সিমোন সিং, মান্নু সান্ধু, আকাশ আহুজা, সচীন খেদেকার, কামিনী খান্না, আকাশ ধর এবং মেঘনা মালিক। সাচেত ট্যান্ডন এবং পরম্পরা ঠাকুর সঙ্গীত পরিচালনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ