প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকার রাজনীতিতে যোগ দিয়েছেন। কংগ্রেসের টিকেটে গেল নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। কিন্তু দুঃখের বিষয় প্রতিপক্ষের কাছে বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন এই অভিনেত্রী। এ অবস্থায় কয়েকদিন আগে হঠাৎ করেই অভিনেত্রী কংগ্রেসকে বিদায় জানিয়েছেন। পদত্যাগ করেছেন দলটি থেকে।
উর্মিলার এমন কর্মকান্ডে বলিউডের বাতাস কিছুটা ভারি হয়েছে। সংশ্লিষ্টরা এখন অভিনেত্রীকে নিয়ে আলোচনা সমালোচনায় মজে আছেন। এর মাঝেই উর্মিলাকে নিয়ে আরও একটি চকমপ্রদ খবর প্রকাশ পেয়েছে ভারতীয় গণমাধ্যম জুড়ে। অভিনেত্রী নাকি অন্য আরেকটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন!
বলিউড মহলে গুঞ্জন শোনা যাচ্ছে- ৪৫ বছর বয়সী এই তারকা নাকি শিব সেনায় যোগ দিচ্ছেন। এখানেই শেষ নয়, শিব সেনা দলের প্রধান উদ্ভব ঠাকরের ব্যক্তিগত সচিব মিলিন্দ নারভেকরের সঙ্গে দেখাও করেছেন উর্মিলা মাতন্ডকার। এরপর থেকেই গুঞ্জন আরও জোরাল হয়েছে।
সত্যিই কি এবার শিব সেনাতে নাম লেখাচ্ছেন উর্মিলা? এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, উদ্ধব ঠাকরের ব্যক্তিগত সচিব মিলিন্দ নারভেকরের সঙ্গে তার সাক্ষাৎ শুধুমাত্রই সৌজন্যমূলক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।