মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। গত মাসের শেষে দিকে লেখা এক চিঠিতে এ আমন্ত্রণ জানান তিনি। উত্তর কোরিয়ার সাম্প্রতিক স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগেই এ চিঠিটি পাঠানো হয়েছিল। আগস্টের তৃতীয় সপ্তাহে এটি ট্রাম্পের হাতে পৌঁছায়।
এতে কিম লিখেছেন, ট্রাম্পের সঙ্গে ফের বৈঠকে মিলিত হতে আগ্রহী তিনি। তবে পরমাণু আলোচনার জন্য ওয়াশিংটনের কাছে নিরাপত্তার গ্যারান্টি চেয়েছে পিয়ংইয়ং।
সোমবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, পরমাণু নিরস্ত্রীকরণের আলোচনা সম্ভব যদি উত্তর কোরিয়া নিরাপত্তার প্রতি সব হুমকি ও নিষেধাজ্ঞা সম্পূর্ণ সরিয়ে নেয়া হয়। খবর সিএনএনের।
কোরীয় দ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে ট্রাম্প এবং কিমের মধ্যে সর্বশেষ বৈঠক বাতিল হয়ে যাওয়ার পর একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এর মধ্যেই ট্রাম্পকে চিঠি পাঠালেন কিম। গত এক মাসের মধ্যে ট্রাম্পকে পাঠানো এটা কিমের দ্বিতীয় চিঠি।
চলতি মাসের গোড়ার দিকে অবশ্য বিষয়টি নিয়ে কথা বলেন উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী চোই সোন হুই। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত এক নিবন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর ব্যাপারে নিজ দেশের আগ্রহের কথা জানান তিনি।
চোই সোন হুই বলেন, দুই পক্ষের সম্মতিতে সেপ্টেম্বরের শেষে যে কোনো সময়ে ও স্থানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তারিত আলোচনায় বসতে আগ্রহী পিয়ংইয়ং।
গত ফ্রেরুয়ারিতে হ্যানয়ে ট্রাম্প-কিম বৈঠকে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে সব পারমাণবিক অস্ত্র ত্যাগের কথা বললে পিয়ংইয়ং মার্কিন নেতৃত্বাধীন সব আন্তর্জাতিক অবরোধ তুলে নেয়ার দাবি করে। দুই পক্ষ পারস্পরিক সম্মতিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ভেস্তে যায় আলোচনা।
হ্যানয়ের বৈঠক ব্যর্থ হয়ে যাওয়ার পর গত ৩০ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে ওয়ার্কিং লেভেলে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে সম্মত হন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তবে এখনও সেই আলোচনা শুরু হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।