Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প-কিম বৈঠকের আগে রাশিয়ার পরামর্শ চেয়েছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের মধ্যে দ্বিতীয় শীর্ষ বৈঠকের আগের রাশিয়ার পরামর্শ চেয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদ সংস্থা ইন্টারফেক্স।
ইন্টারফেক্সকে লাভরভ বলেন, কোরিয়ান প্রণালী ইস্যুটি নিয়ে কোন দ্রুত সমাধান নেই। যুক্তরাষ্ট্র চাইলে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে দিতে পারে তবে সেটি পিংইয়ং এবং সিউলের মধ্যকার সম্পর্কের ক্ষতি করবে।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আগামী বুধ এবং বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দ্বিতীয় শীর্ষ বৈঠকে বসবেন। তাদের মধ্যে এর আগের শীর্ষ বৈঠকটি আট মাস আগে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প-কিম বৈঠকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ