মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প ও উত্তর করিয়ার স্বৈরশাসক কিম জং উনের সঙ্গে দীর্ঘ পত্রালাপ চলছিল এতদিন। তবে এবার মার্কিন ইতিহাসে প্রথম কোনও প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প পা রাখলেন উত্তর কোরিয়ায় মাটিতে। রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর ও দক্ষিণ কোরিয়ার মাঝে থাকা অসামরিকক্ষেত্রে যান। সেখানেই কিম জং উনের সঙ্গে হাত মিলিয়ে একে অপরকে ‘হ্যালো’ বলেন দুই রাষ্ট্র নেতা। এরপর আরও কিছু পা হেঁটে একেবারে উত্তর কোরিয়ার মাটিতে পা দেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেও আরও একবার উনের সঙ্গে হাত মেলান তিনি। দুই রাষ্ট্রনেতার এই ঐতিহাসিক মুহূর্তের ছবি মুহূর্তেই হয় ক্যামেরা বন্দি। তারপরই দুই রাষ্ট্রনেতার মধ্যে হয় বৈঠক। আর তা রোববার সারা বিশ্বের কাছে হয়ে উঠল প্রধান আলোচনার বিষয়।
১৯৫০ থেকে ১৯৫৩ কোরিয়ার যুদ্ধের পর আমেরিকার সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। প্রধানত সামরিক ও বিশেষ করে দিনের পর দিন পরমানু শক্তি বৃদ্ধি ও স্বৈরশাসন নিয়ে দুই দেশের সম্পর্কের এই অবনতি ঘটে। কিন্তু কিম শাসনে আসার পর থেকেই সেই বরফ গলতে শুরু করে। যার জেরে দীর্ঘ দিনের শত্রুতা কাটিয়ে ফের একবার এই অসামরিক ক্ষেত্রেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে হাত মেলান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন। আর তার আগে থেকেই আমেরিকার সঙ্গে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি করতে থাকে উত্তর কোরিয়া। শুরু হয় ট্রাম্প-উন চিঠি চালাচালি। তার মধ্যেই পরপর দুই দু’বার প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক বাতিল করেন। যদিও চিঠিতে শুরু হয় ইতিবাচক আলোচনা। আর সেই সবের মধ্যেই এবার সরাসরি উত্তর কোরিয়ার মাটিতে এদিন পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।