Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলিন্ডার বিস্ফোরণে ২ রেস্টুরেন্টের দেয়াল চূর্ণবিচূর্ণ, দগ্ধ ১৭

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩২ এএম

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই রেস্টুরেন্টের দেয়াল চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।এসময় আগুনে ১৭ জন দগ্ধ হয়েছেন।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার বড় মসজিদের বিপরীত পাশে বাংলার রাঁধুনি ও তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

গাছা থানার ডিউটি অফিসার সুরুজ্জামান জানান, রাত দেড়টার দিকে বোর্ড বাজারের বাংলার রাঁধুনি ও তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে প্রচণ্ড শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে দুই রেস্টুরেন্টের একাংশ ধসে যায় ও চূর্ণবিচূর্ণ হয়। এতে অন্তত ১৭ জন দগ্ধ হন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

এসময় গুরুতর আহত ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে ৭ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বিস্ফোরিত এলাকার নিরাপত্তা জোরদারে পুলিশ কাজ করছে বলে জানান গাছা থানার ওই ডিউটি অফিসার।

 



 

Show all comments
  • মোঃ ইউসুফ আলী ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫৬ পিএম says : 0
    এটা খুব দুখঃজনক,
    Total Reply(0) Reply
  • ইয়াসিন ৮ সেপ্টেম্বর, ২০১৯, ৩:০৮ পিএম says : 0
    গ্যাস সিলেন্ডার গুলা মেয়াদোত্তীর্ণ ছিল সম্ভবত। এইজন্য প্রশাসনকে উদ্যোগ নিতে হবে ভাম্যমান আদালতের মাধ্যমে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিস্ফোরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ