Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিশতকের পথে স্মিথ

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৯, ১:০৬ এএম

স্টিভ স্মিথের চওড়া ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে অস্ট্রেলিয়া। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অ্যাশজ সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৩৯৫ রান। ক্যারিয়ারের ২৬তম শতক তুলে ৩০১ বলে ২২ চার ও ১ ছয়ে ১৯১ রান নিয়ে অপরাজিত আছেন স্মিথ। দিনের খেলা তখনও ৩১ ওভার বাকি।
১৭০ রান ও হাতে ৭ উইকেট নিয়ে দ্বিতীয় দিন শুরু করে অজিরা। স্মিথ ৬০ ও ট্রাভিস হেড ১৮ রানে ক্রিজে ছিলেন। এদিন মাত্র ১ রান করেই আউট হন হেড। চতুর্থ উইকেটে ম্যাথু ওয়েডকে (১৬) নিয়ে ৪১, পঞ্চম উইকেটে অধিনায়ক টিম পাইনকে (৫৮) নিয়ে ১৪৫ রান যোগ করেন স্মিথ। ৩ উইকেট নেন ব্রড, ২টি করে নেন লেঞ্চ ও ওভারটন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্মিথ

২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ