Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইল স্মিথের অস্কার চড়কাণ্ড নিয়ে বেনেডিক্ট কাম্বারব্যাচের রসিকতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০২২, ১২:০৫ এএম

হলিউড অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ ‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানে এক একক সংলাপে অস্কার অনুষ্ঠানে অভিনেতা উইল স্মিথের মঞ্চে উপস্থাপক ক্রিস রককে চড় মারা নিয়ে রসিকতা করেছেন। তিনি বলেন, আমি ‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানে আরেকবার উপস্থাপনার সুযোগ পেয়ে রোমাঞ্চিত। দারুণ উপভোগ করেছি, অসাধারণ এক সপ্তাহ কেটেছে। তিনি বলেন, অধিকাংশ লেখক আমাকে ‘ডক্টর স্ট্রেঞ্জ’ নিয়ে কথা বলার পরামর্শ দিয়েছেন- বিষয়টি উপভোগ্য, আমি চরিত্রটি পছন্দ করি, চরিত্রটি করতে আমার ভাল লাগে.. তবে আমি অন্যান্য ফিল্মেও কাজ করছি। তিনি জানান, ‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক তাকে তার অন্যান্য কোন ফিল্মে কাজ করছেন জিজ্ঞাসা করেছেন। অভিনেতা আরও বলেন, আমি তাকে ‘দ্য পাওয়ার অফ দ্য ডগ’-এর কথা জানাই। তিনি বলেন, সেটি তো কেউই দেখেনি। আমি বলেছি, আমি অস্কার মনোনয়ন পেয়েছিলাম। আমি জয়ী হইনি। উইল স্মিথের কাছে হেরেছি। মানে শারীরিকভাবে নয়। শারীরিকভাবে নয়! স্ত্রী জেডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা করার কারণে স্মিথ সাক্ষাত মঞ্চে উঠে কমেডিয়ান-উপস্থাপক ক্রিস রককে সপাটে চড় কসান। স্মিথ পরে স্বীকার করেন তার এই আচরণ, বেদনাদায়ক এবং ক্ষমার অযোগ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উইল স্মিথের অস্কার চড়কাণ্ড নিয়ে বেনেডিক্ট কাম্বারব্যাচের রসিকতা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ