Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অ্যাকাডেমি থেকে উইল স্মিথের পদত্যাগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ১২:১৬ এএম

অস্কারের আসরে চড়কাণ্ডের পর সমালোচনার মুখে হলিউডের অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে পদত্যাগ করেছেন উইল স্মিথ। রোববারের ওই ঘটনায় স্মিথের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা নিতে অ্যাকাডেমির প্রক্রিয়া শুরুর পর শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অস্কারজয়ী এই অভিনেতা পদত্যাগের ঘোষণা দেন বলে সিএনএন জানিয়েছে। ১৯২৭ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রতি বছর চলচ্চিত্রের জন্য যে পুরস্কার দিয়ে থাকে, তাই অস্কার নামে পরিচিত। ‘কিং রিচার্ড’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এবছর সেরা অভিনেতার অস্কার জিতেছেন ৫৩ বছর বয়সী এই হলিউড তারকা। তবে পুরস্কার বিতরণের মঞ্চে স্ত্রীকে নিয়ে রসিকতার জবাবে অনুষ্ঠান সঞ্চালক ক্রিস রককে সপাটে চড় মারার ঘটনা ছাপিয়ে যায় রুপালি পর্দার ‘মোহাম্মদ আলী’র প্রথম অস্কার জয়। তানিয়ে ব্যাপক আলোচনার মধ্যে অস্কার একাডেমি থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে এক বিবৃতিতে উইল স্মিথ গত রোববার নিজের আচরণকে ‘বেদনাদায়ক ও ক্ষমার অযোগ্য’ হিসেবে বর্ণনা করেছেন। বিবৃতিতে ‘মেন ইন ব্ল্যুাক’ তারকা বলেছেন, “আমি একাডেমির বিশ্বাসের প্রতি বিশ্বাসঘাতকতা করেছি। আনন্দের আসরে পুরস্কারজয়ী অন্যদের অসাধারণ কাজের স্বীকৃতি উদযাপনের ক্ষণটিতে তাদের বঞ্চিত করেছি। আমার হৃদয় ভেঙে যাচ্ছে। “তাই আমি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে পদত্যাগ করছি। আর অ্যাকাডেমির বোর্ড ওই ঘটনায় যে সিদ্ধান্ত নেবে, তা আমি মেনে নেব।” অস্কার জয়ের মতো একাডেমির সদস্যপদ পাওয়াও হলিউডে মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। অস্কারজয়ীরা সরাসরি সদস্য হতে আবেদন করতে পারেন। আর অন্য কোনো কলাকুশলীর সদস্য হতে আবেদন করতে অন্তত দুজন অস্কারজয়ীর সুপারিশ প্রয়োজন হয়। অ্যাকাডেমির প্রেসিডেন্ট ডেভিড রুবিনকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, উইল স্মিথের পদত্যাগপত্র তারা গ্রহণ করেছেন। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাকাডেমি থেকে উইল স্মিথের পদত্যাগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ