Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চড়-কাণ্ডের পরও উইল স্মিথের সঙ্গে কাজ করবেন মাইকেল বে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

শেষ অস্কার অনুষ্ঠানে কমেডিয়ান-উপস্থাপক ক্রিস রককে চর মেরে একেবারে হুলস্থূল বাঁধিয়ে দিয়েছেন অভিনেতা উইল স্মিথ। এর ফলশ্রুতিতে তাকে ১০ বছরের জন্য অস্কার অনুষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে। তবে যাই ঘটুক কীনা প্রথম সারির পরিচালক মাইকেল বে’র স্মিথকে নিয়ে কোনও সমস্যা নেই। তিনি তাকে নিয়ে নির্মাণে এক পায়ে খাড়া। স্মিথের ব্লকবাস্টার দুই ফিল্ম ‘ব্যাড বয়েজ’ এবং ‘ব্যাড বয়েজ টু’ পরিচালক বে বলেন, অবশ্যই ১০০ শতাংশ রাজি আছি। সে অসাধারণ মানুষ। এটাই বাস্তবতা। আমার প্রথম প্রতিক্রিয়া হল-এটা ঘটে গেছে, আসলেই কি ঘটেছে? তারপর আমি উইলকে চিৎকার করতে দেখলাম। সেটি ছিল আসল উইলের চিৎকার। উইল দারুণ এক যোদ্ধা। সে বক্সিং শিখেছে। প্রথমত এটি করা ঠিক হয়নি, যাই হোক না কেন। তবে যখন একজন বলল, ‘সে মারা যেতে পারত’ আমি বলি, ‘না, চড় হল অন্য বিষয়, ঘুষি মারলে তা হতে পারত, উইল তো তাকে শুধু চড় মেরেছে। সেরা পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রের অস্কার দেবার সময় ক্রিস রক স্মিথের স্ত্রী জেডা পিঙ্কেটের কামানো মাথা নিয়ে মশকরা করে বলেন, পিঙ্কেট ‘জিআই জেইন টু’তে কাস্ট হবেন। স্মিথের স্ত্রী আসলে অ্যালোপেসিয়াতে ভুগছেন। এই ঘটনার কয়েক ঘণ্টা পর স্মিথ অ্যাকাডেমি থেকে পদত্যাগ করে জানান যে কোনও শাস্তি মাথা পেতে নেবেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চড়-কাণ্ডের পরও উইল স্মিথের সঙ্গে কাজ করবেন মাইকেল বে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ