প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২০১৪ সালে শোনা গিয়েছিল করণ জোহরের প্রযোজনায় এবং রোহিত শেঠির পরিচালনায় আটের দশকের জনপ্রিয় সিনেমা ‘রাম লক্ষণ’-এর সিক্যুয়েল নির্মিত হবে। আর সেই সিক্যুয়েলে অভিনয় করবেন রণবীর সিং ও অর্জুন কাপুর। তবে খবরটিকে সে সময় শুধু মাত্র একটি গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন রোহিত ও করণ।
এবার আবারও অনিল কাপুর এবং জ্যাকি শ্রফের সেই ‘রাম লক্ষন’-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা এলো। তবে এবার আর রোহিত শেঠি কিংবা অন্য কোনো নির্মাতার কাছ থেকে নয়। সয়ং ঘোষণাটি দিয়েছেন ১৯৮৯ সালের ‘রাম লক্ষন’-এর নির্মাতা সুভাষ ঘাই নিজেই।
৩০ বছর পর সুভাষ ঘাইয়ের পরিচালনায় ‘রাম লক্ষণ’-এর সিক্যুয়েল নির্মিত হতে চলেছে! তাই শিল্পী নির্বাচনেও থাকতে পারে ভিন্নতা। হয়তো রাম চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে! এবং লক্ষণ চরিত্রে হাজির হতে পারেন সালমান খান! কিন্তু না! ‘রাম লক্ষণ’-এর এই সিক্যুয়েলে তেমন কিছুই ঘটছে না। প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিতেও থাকছেন অুনল কাপুর ও জ্যাকি শ্রফই। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে জানা যায় জ্যাকি শ্রফকে ‘রাম লক্ষণ’-এর সিক্যুয়েলে একটি শান্ত চরিত্রে দেখা যাবে। আর অনিল কাপুরকে দেখা যাবে একটি মজাদার কমেডিয়ান চরিত্রে।
তবে সংশ্লিষ্ট অনেকেই দাবি করেছেন এটা ‘রাম লক্ষণ’-এর সিক্যুয়ের নয়। ১৯৮৯ সালে ‘রাম লক্ষণ’ জনপ্রিয়তা পেয়েছিল বলে সুভাষ ঘাই শুধু মাত্র নামটা ব্যবহার করছেন। তবে কেউ কেউ বলছেন শুধু নামই নয়, আগের ‘রাম লক্ষণ’-এর অনেক কিছুই দেখা যাবে সিনেমাটিতে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে গণমাধ্যমে কোনো ধরণের বার্তা দেননি সুভাষ ঘাই। শুধু নির্মাতাই নন, অনিল কাপুর অথবা জ্যাকি শ্রফের কাছ থেকেও পাওয়া যায়নি ‘রাম লক্ষণ’-এর সিক্যুয়েল সংশ্লিষ্ট কোনো খবর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।