Inqilab Logo

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মৃত্যুর জন্য ছুটির আবেদন ছাত্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

নিজের মৃত্যুর জন্য ছুটির আবেদন করেছেন অষ্টম শ্রেণির এক ছাত্র! ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস গত ১ সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের কানপুর স্কুলের প্রিন্সিপালের কাছে গত মাসে আধাবেলা ছুটি চেয়ে আবেদন জানায় ওই ছাত্র। ছুটির কারণ হিসেবে সে নিজের মৃত্যুর কথা উল্লেখ করেছিল। কিন্তু, তা খেয়াল করেননি প্রিন্সিপাল। দরখাস্ত না পড়েই ছুটি অনুমোদনে সই করে দেন তিনি। স্কুল থেকে ছুটি নিতে শিশুরা নিত্য-নতুন কত বাহানাই না করে! পেটব্যথা, জ্বর, মাথাব্যথা, ডায়রিয়া থেকে শুরু করে আত্মীয়-স্বজনের মৃত্যুর অজুহাত অহরহই পাওয়া যায় দরখাস্তগুলোতে। তাই বলে, নিজের মৃত্যুর কারণে স্কুল থেকে ছুটি চাওয়াটা ব্যতিক্রমই বটে! স¤প্রতি এ অদ্ভুত কাÐ ঘটিয়েছে ভারতের অষ্টম শ্রেণির এক ছাত্র। গত ২০ আগস্ট এ অদ্ভুত কাÐ ঘটলেও তা দীর্ঘদিন চাপা ছিল। কিন্তু, কয়েকদিন আগে ওই ছাত্র তার বন্ধুদের এ ঘটনা জানালে তা ছড়িয়ে পড়ে সবখানে। হিন্দুস্থান টাইমস।



 

Show all comments
  • রতন ২২ জুন, ২০২২, ৩:৫৪ পিএম says : 0
    বড় ভায়ের মৃত্য কারণে ১ মাসে অগ্রিম ছুটি জন্য আবেদন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ