Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরলেন অনীক-মিনহাজ-আশরাফুল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য অনীক সরকার, মিনহাজুর রহমান ও আশরাফুল ইসলামকে ডেকেছে বাংলাদেশ। সবশেষ ইংল্যান্ডে খেলা ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়েছেন প্রান্তিক নওরোজ, অভিষেক দাস ও রিশাদ হোসেন। এই তিন ক্রিকেটারের সঙ্গে অপেক্ষমান হিসেবে আছেন অমিত হাসান ও হাসান মুরাদ। দলে আসা অনীক ব্যাটসম্যান, মিনহাজুর বাঁহাতি স্পিনার আর আশরাফুল অফ স্পিনার। ‘বি’ গ্রæপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। ‘এ’ গ্রæপে ভারত-পাকিস্তানের সঙ্গে আছে আফগানিস্তান ও কুয়েত। আগামী ৫ থেকে ১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এরই মধ্যে ঢাকা ছেড়েছে আকবর আলীর দল। ৬ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৮ সেপ্টেম্বর খেলবে নেপালের বিপক্ষে। ১০ সেপ্টেম্বরের ম্যাচে আকবরদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১২ সেপ্টেম্বর হবে সেমি-ফাইনাল দুটি। ১৪ সেপ্টেম্বর হবে ফাইনাল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, অনীক সরকার, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলাম, তানজিম হাসান, শাহিন আলম, মিনহাজুর রহমান, আশরাফুল ইসলাম।

অপেক্ষমান : প্রান্তিক নওরোজ, অভিষেক দাস, রিশাদ হোসেন, অমিত হাসান ও হাসান মুরাদ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশরাফুল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ