প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন মুম্বাইয়ের উদীয়মান অভিনেত্রী পার্ল পাঞ্জাবি। অনেক চেষ্টার পরেও নাকি বলিউডে নিজের আসন পাকা করতে ব্যর্থ হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে মুম্বাইয়ের ওশিয়ারার ফ্ল্যাট থেকে ঝাঁপ দেন পার্ল পাঞ্জাবি। তার বয়স হয়েছিল ২০ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের ওশিয়ারার ফ্ল্যাট থেকে ঝাঁপ দেন পার্ল পাঞ্জাবি।পরে তাকে উদ্ধার করে কোকিলাবেন হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
খবরে বলা হয়, মুম্বাইয়ের ওশিয়ারায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন পার্ল পাঞ্জাবি। বেশ কয়েক বছর ধরে চেষ্টার করেও অভিনয়ে সফল হননি তিনি। মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়েছে,অভিনয়ে সফল না হওয়ার কারণে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন।এছাড়া কিছুদিন ধরে তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এর পরই আত্মহত্যার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী।
তবে পুলিশ আরও জানিয়েছে, এর আগেও দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন এই অভিনেত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।