Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গান গেয়ে কত টাকা পেলেন সেই রানু মণ্ডল?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ৩:৫০ পিএম

স্টেশনের প্ল্যাট ফর্মে ঘুরে ঘুরে গান গেয়ে বেড়াতেন রানু মণ্ডলের জীবন। তার জীবনের বাস্তবিক ঘটনা রীতিমতো তাক লাগাচ্ছে বিনোদন জগতে। ভারতের রানাঘাট স্টেশনে তার কণ্ঠে একাধিক গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে সাম্প্রতিককালে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়ার সঙ্গে ‘তেরি মেরি’ গানটি গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন। গানটি গাইতেই রাতারাতি ভাইরাল হয়ে যায়।

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ‘তেরি মেরি’ গানটি গেয়ে ৬-৭ লাখ টাকা পেয়েছেন রানু মণ্ডল। তবে উচ্ছ্বসিত রানু মণ্ডল কিছুতেই ওই টাকা নিতে চাচ্ছিলেন না। শেষমেশ জোর করেই তার হাতে ওই টাকা তুলে দেয়া হয়েছে।

এছাড়া রানুকে নিয়ে নতুন সংবাদ ছড়িয়েছে; শোনা যাচ্ছে, রানুকে নাকি দেখা যাবে ‘বিগ বস’-এর ১৩তম সিজনে। বলিউড সুপার স্টার সালমান খানের জনপ্রিয় ও বিতর্কিত টেলি শো ‘বিগ বস’ আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। গুঞ্জন সত্যি হলে রানুর জীবন আরও পাল্টে যাবে। যদিও এ বিষয়ে এখনও শোয়ের নির্মাতারা তরফে থেকে কিছুই জানানো হয়নি।

এ বিষয়ে মুখ খোলেননি রানু মণ্ডলও। বিগ বস সিজন-১৩ প্রতিযোগীদের তালিকায় জারিন খান, রাজপাল যাদব, চাঙ্কি পান্ডে, হিমেশ কোহল, মহিমা চৌধুরীসহ একাধিক তারকার থাকার কথাও শোনা যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ