Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আমিরকন্যা ইরার অভিষেক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম


বিনোদন মাধ্যমে আমির খানের কন্যা ইরা খানের অভিষেক হতে যাচ্ছে। অভিনয় নয় ইরা কাজ শুরু করবেন পরিচালনা দিয়ে। আর চলচ্চিত্র নয় তার প্রথম কাজ হবে মঞ্চ নাটক ‘ইউরিপিদিস’ মেডিয়া’। ইরার নির্দেশনায় গ্রিক ট্রাজেডি নাটকটি এই বছরের শেষ থেকে ভারতের নির্বাচিত নগরগুলোতে মঞ্চস্থ হবে। সূত্র জানিয়েছে তিনি এরই মধ্যে নির্দেশনার কাজ শুরু করে দিয়েছেন আর তার নাটকের প্রিমিয়ার হবে এই বছর ডিসেম্বরে। অচিরেই নাটকের রিহার্সাল শুরু হবে মুম্বাইতে। “থিয়েটার দিয়ে আমার ক্যারিয়ার শুরু করার বিশেষ কোনও কারণ নেই। আমি থিয়েটার ভালবাসি, ক্লাসিকাল আর প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এটি মোহনীয় এবং মনকাড়া, এটি খুব বাস্তবমুখী আর সরাসরি। এতে করার অনেক কিছু আছে আর দর্শক যে শেষ পর্যন্ত অবিশ্বাস নিয়ে এটি উপভোগ করে তা আমার ভাল লাগে,” ইরা বলেন। বলিউড তারকাদের সন্তানদের অধিকাংশের চেয়ে ইরার অমিল হল তিনি কখনও অভিনয় করবেন এমন ভাবেননি। “আমার আগামীর নাটকের কথা বলতে গেলে- আমি মঞ্চস্থ করার মত আরও কাহিনী খুঁজে পেতে চাই। আমি নির্দিষ্ট কোনও ধারা পছন্দ করি এমন নয়। আমি বিশেষ করে হরর পছন্দ করি না, এর বাইরে আমি অন্য সব কাহিনী নিয়ে কাজ করতে চাই,” ২২ বছর বয়সী ইরা বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমির


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ