প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত আগস্টে মুক্তি পেয়েছিল বলিউডের ‘পারফেকশনিস্ট’ আমির খানের সিনেমা ‘লাল সিং চাড্ডা’। হলিউডের সাড়া জাগানো ফরেস্ট গাম্প-এর রিমেক এই সিনেমাটি সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিস কালেকশনে একদমই ব্যর্থ হয়। আর এই ব্যর্থতার পর অভিনয় থেকে দীর্ঘদিনের বিরতির ঘোষণা দিলেন আমির খান।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি দিল্লিতে নিজের এক বাল্যবন্ধুর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন 'থ্রি ইডিয়টস' অভিনেতা। অনুষ্ঠানে সিনেমা ও নিজের ক্যারিয়ার সম্পর্কে জানানোর পাশাপাশি একটি ছবিকে তিনি কোন দৃষ্টিতে দেখেন সেটিও স্পষ্ট করেছেন।
আমির খান বলেন, ‘‘আমি যখন অভিনেতা হিসেবে কোনো ছবিতে কাজ করি, তখন আমি সম্পূর্ণভাবে জীবনের বাকি সবকিছু ভুলে যাই। 'লাল সিং চাড্ডা'র পর আরও একটি ছবি করার কথা ছিল আমার, ছবিটির নাম ছিল 'চ্যাম্পিয়ন'। ওই সিনেমার স্ক্রিপ্টও ভীষণ সুন্দর ছিল। কিন্তু আমার মনে হচ্ছে আমার কিছুদিন বিরতি নেওয়া উচিত। আমার মা, পরিবার, সন্তানদের সঙ্গে সময় কাটানো উচিত।’’
এ সময় আমির খান জানান, তিনি তার ৩৫ বছরের ক্যারিয়ারে এই প্রথমবার বিরতি নিতে চলেছেন! বিষয়টি ব্যাখ্যা করে অভিনেতা বলেন, ‘‘আমি দীর্ঘ ৩৫ বছর ধরে কাজ করছি এবং ভীষণভাবে আমার কাজে ডুবে থেকেছি। কিন্তু এখন মনে হচ্ছে এটি ঠিক করিনি, আমি নিকটজনদের প্রতি অন্যায় করেছি। এই প্রথমবার মনে হচ্ছে কিছুদিন বিরতি নিয়ে তাদের সঙ্গে সময় কাটানো উচিত, জীবনটাকে অন্যভাবে উপভোগ করা উচিত। এক-দেড় বছর আমি অভিনেতা হিসেবে কোনো কাজ করব না।’’
তবে ‘চ্যাম্পিয়ন’ সিনেমাতে আমির খান অভিনেতা হিসেবে না থাকলেও প্রযোজক হিসেবে অবশ্যই থাকবেন। আমির বলেন, ‘‘আমি অভিনেতা হিসেবে কাজ করব না, কিন্তু প্রযোজক হিসেবে কাজ করব। তাই আমি ‘চ্যাম্পিয়ন’ ছবির প্রযোজনা অবশ্যই করব। যে কাজ আমি করব ভেবেছিলাম, এখন সেই কাজের কথা অন্যান্য অভিনেতাদের করতে বলব। আশা করছি সব ভালোই হবে।’’
উল্লেখ্য, ‘চ্যাম্পিয়ন’ সিনেমাটি আমির খান এবং সনি পিকচার ইন্টারন্যাশনাল প্রোডাকশন ও ২০০ নট আউট প্রোডাকশনের মিলিত প্রযোজনায় তৈরি হবে। তবে আমিরকে আগামীতে ‘সালাম ভেঙ্কি’ সিনেমাতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে কাজলের সঙ্গে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।