প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশর আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যেই বন্যা দুর্গতদের ত্রাণে তহবিলে অনুদান দিয়েছেন বেশ কয়েকজন বলিউড তারকা। এবার সেই তালিকায় যুক্ত হল অভিনেতা আমির খান ও লতা মঙ্গেশকরের নাম।
মঙ্গলবার মহারাষ্ট্রের বন্যা দুর্গতদের জন্য ২৫ লক্ষ টাকা অনুদান দেন আমির খান। লতা মঙ্গেশকর দেন ১১ লক্ষ টাকা। মহারাষ্ট্রের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোয় লতা মঙ্গেশকর এবং আমির খান, দু'জনকেই ধন্যবাদ জানান সে রাজ্যের মুখ্যমন্ত্রী। এর আগে বন্যা ত্রাণে ৫১ লক্ষ টাকা অনুদান দেন অমিতাভ বচ্চন। রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা দেন ২৫ লক্ষ টাকা।
সম্প্রতি আসামে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান অক্ষয় কুমার। ২ কোটি টাকা অনুদান দিয়ে তাদের সাহায্য করেন বলিউড 'খিলাড়ি'।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।