প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ মিশন মঙ্গল
২ বাটলা হাউস
৩ জাবারিয়া জোড়ি
৪ খান্দানি শাফাখানা
৫ জাজমেন্টাল হ্যায় কেয়া
মিশন মঙ্গল
ভারতের মার্স অরবিটার মিশন-এর বাস্তব ঘটনাবলি অবলম্বনে জগন শক্তি পরিচালিত ড্রামা চলচ্চিত্র ‘মিশন মঙ্গল’।
ইসরো (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন) একটি ব্যর্থতার কারণে রাকেশ ধাওয়ানকে (অক্ষয় কুমার) মঙ্গল গ্রহ বিষয়ক বিভাগে বদলি করা হয়। এই বিভাগে আসলো তাকে ছাড়া তেমন কেউই নেই কারণ সবার ধারণা মঙ্গলে যাওয়া ভারতের পক্ষে অসম্ভব। সেখানে তার সঙ্গে শুধু একটি বেড়াল। কিছুদিন পর তারা শিন্দে (বিদ্যা বালান) মঙ্গল বিভাগে যোগ দেয় কারণ তার ধারণা শেষ ব্যর্থ মিশনের দায় তারই। ইতোমধ্যে ইসরোর সব বড় মিশনের প্রধান হিসেবে দায়িত্ব লাভ করে সাবেক নাসা বিজ্ঞানী রুপার্ট দেসাই (দালিপ তাহিল)। রাকেশের সব কাজ তদন্ত করা শুরু হয়। তারা ইসরো পরিচালককে মঙ্গল মিশনে রাজি করে ফেলে। শুরু হয় মিশন সফল করার সব প্রচেষ্টা। মিশন সদস্য হিসেব নেয়া হয় একেবারে নবাগতদের। এক অসম্ভব কাজ তারা কিভাবে সফল করেছিল তারই গল্প এটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।