Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বাবার স্ত্রী হলেও তাকে বন্ধু ভাবি’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ৫:২৪ পিএম

মাত্র দুটো চলচ্চিত্র দিয়েই বলিউড কাঁপিয়ে দিয়েছেন সারা আলি খান। তাকে বলা হচ্ছে ভবিষ্যতের সুপারস্টার। সম্প্রতি এই তারকাসন্তান বিখ্যাত ফ্যাশনবিষয়ক সাময়িকী ফেমিনার প্রচ্ছদকন্যা হয়েছেন। সেই ফটোশুটের একাধিক মজার ভিডিও প্রকাশ করেছে সাময়িকীটি। ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা শাড়ি, তার ওপর জড়ানো খাকি-সবুজ জ্যাকেট। ভিডিওটি শুরু হয় ইংরেজি শব্দের হিন্দি অনুবাদ দিয়ে। ফিল্ম, ফটোগ্রাফ, অডিয়েন্স, অ্যাকটর ইত্যাদি শব্দ হিন্দিতে বলতে বলা হয় তাকে। তবে দুটো শব্দের হিন্দি বলতে পারেননি সারা। এরপর লাগাতার প্রশ্ন করা হয় সারা আলি খানকে। বলা হয়, হ্যারি পটার ও জন স্লোর মধ্যে কাকে বেছে নেবেন। সারা বলেন, তিনি জন স্নোকে চান। এরপর ‘কাভি খুশি কাভি গম’ ছবিতে কারিনা কাপুর খানের চরিত্র ‘পু’ ও ‘জব উই মেট’ ছবির ‘গীত’ চরিত্রের প্রসঙ্গ তোলেন সারা। বলেন বিখ্যাত সংলাপ, ‘ম্যায় আপনি ফেভারিট হুঁ।’ সাক্ষাৎকারে সাইফ আলি খানের দ্বিতীয় স্ত্রী ও অভিনেতা কারিনা কাপুর খান সম্পর্কে সারা বলেন, কারিনাকে আমি বন্ধু মনে করি। তবে এর চেয়ে বড় কথা হলো, তিনি আমার বাবার স্ত্রী। আমি তাকে সম্মান করি এবং বুঝি যে তিনি আমার বাবাকে সুখী করেছেন। আমরা একই পেশায়, একই দুনিয়ার বাসিন্দা, আমাদের আলাপও তেমনভাবে হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ