গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর ডেমরায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা (৬০) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডেমরার স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় একটি মোটরসাইকেল ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। তিনি ডেমরা এলাকাতেই ভিক্ষা করতেন বলে জানা গেছে।
এদিকে, রাজধানীর হাজারীবাগ থানাধীন বিডিআর ৫ নম্বর গেট এলাকায় বিদুৎস্পৃষ্টে মানিক মিয়া (২৫) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি হাজারীবাগে থাকতেন এবং অদ্রি টেইলার্স নামক একটি দোকানে কাপড় ইস্ত্রি করার কাজ করতেন। মৃত মানিকের সহকর্মী মিজানুর রহমান বলেন, দুপুরে কাপড় ইস্ত্রি করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।