নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিতর্কিত হান্ড্রেড (একশ বলের খেলা) ক্রিকেট টুর্নামেন্টে লন্ডন কেন্দ্রিক লন্ডন দলের প্রধান কোচ হলেন অস্ট্রেলিয়ান সাবেক স্পিন কিংবদন্তী শেন ওয়ার্ন। আগামী বছর অনুষ্ঠেয় দ্য হান্ড্রেড টুর্নামেন্টের উদ্বোধনী আসরে দলের প্রধান কোচ হিসেবে শুক্রবার ওয়ার্নের নাম ঘোষণা করে লন্ডন দল।
খেলোয়াড়ী জীবনে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট শিকার করা ওয়ার্ন এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্ব পালন করেছেন।
হান্ড্রেড টুর্নামেন্টের জন্য ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘোষিত তৃতীয় অস্ট্রেলিয়ান কোচ ৪৯ বছর বয়সী ওয়ার্ন। এর আগে অস্ট্রেলিয়ার অপর দুই এন্ড্রু ম্যাকডোনাল্ড ও সাইমন ক্যাটিচকে কোচ হিসেবে নিয়োগ দেয় ইসিবি। নিয়োগ পাওয়ার পর ওয়ার্ন বলেন, ‘লর্ডস কেন্দ্রিক হান্ড্রেড দলের প্রধান কোচ হতে বলায় আমি অত্যন্ত আন্দিত ও গর্বিত।’ তিনি আরো বলেন, ‘নতুন ধরনের একটি টুর্নামেন্টে কোচ হওয়ার সুযোগ পেয়ে এবং আধুনিক খেলোয়াড়দের সঙ্গে কাজ করা এমন একটি বিষয় যা সত্যিই আমার জন্য উপভোগ্য হবে। এ চ্যালেঞ্জ নিতে আমি মুখিয়ে আছি।’
ইংল্যান্ডে প্রথাগত কাউন্টি পদ্ধতির বাইরে শহর ভিত্তিক আটটি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন দ্য হান্ড্রেড নামে এ টুর্নামেন্ট।
ওয়ানডে, টেস্ট, কিংবা টি-২০ নয় নতুন এ ভার্সনটি হচ্ছে ১০০ বলের ইনিংস। ছয় বলে এক ওভার গন্য হবে। তবে শেষ ওভারটি হবে দশ বলের। বোলাররা পাঁচটি করে কিংবা ধারাবাহিকভাবে দশ বল করতে পারবেন। প্রতি দলই একশ বল মোকাবেলা করবে। ওয়ার্ন বলেন, ‘দ্য হান্ড্রেড ধারণাটা আমার বেশ পছন্দ এবং আইপিএলের মত একইভাবে এটা আমার নজর কেড়েছে।’
আট দলের অপরগুলো হবে দক্ষিণ লন্ডনের ওভাল, ম্যানচেস্টার, লীডস, বার্মিংহাম, নটিংহাম, কার্ডিফ ও সাউদাম্পটন কেন্দ্রিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।