প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ খান্দানি শাফাখানা
২ জাজমেন্টাল হ্যায় কেয়া
৩ সুপার থার্টি
৪ কবির সিং
৫ অর্জুন পাটিয়ালা
খান্দানি শাফাখানা
হেকিম তারাচাঁদের (কুলভূষণ খারবান্ডা) বিশেষত্বই ছিল পুরুষদের গোপন রোগের চিকিৎসা করা আর এই বিষয়ে তার খ্যাতিও ছিল। তার সন্তানাদি না থাকায় ঠিক হয় তার বোনের ছেলেমেয়েদের মধ্যে একজনই এর উত্তরাধিকারী হবে। মামা উইল করে দিয়ে যায় ভাগ্নি বেবি বেদিকে (সোনাক্ষি সিনহা) ক্ষুব্ধ হয় ভাগ্নে ভূষিত (বরুণ শর্মা)। তার মতে মেয়ে বলে বেবি পুরুষদের গোপন রোগের দাওয়াখানা চালাতে পারবে না। বিরূপ এক পরিস্থিতিতে পড়ে বেবি কারণ শাফাখানা বিক্রি করবে তারও উপায় নেই মামা উইলে শর্ত জুড়ে দিয়েছে অন্তত ছয় মাস এটি চালাতে হবে আর পুরুষ প্রধান সমাজ তাকে হেকিম হিসেবেও মেনে নিতে নারাজ। নিজেদের ঋণ পরিশোধ এবং পরিবারের ঐতিহ্যকে ধরে রাখতে সে চ্যালেঞ্জ হিসেব নেয় মামার খান্দানি শাফাখানাকে। কাজ শুরু করেও সে উপলব্ধি করে চ্যালেঞ্জ সহজ নয় আর রোগীদের সঙ্গে মত বিনিময় করে আরও বুঝতে পারে এই শাফাখানার মূল্য কতটা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।