Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালমানকেও টপকে গেলেন ‘বাহুবালি’র প্রভাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ৪:০১ পিএম

শিরোনাম দেখে অবাক হচ্ছেন। হওয়াটাই স্বাভাবিক! কেননা সালমান খানকে ল্যাং মারা তো আর যে সে ব্যপার নয়। আর সেই কাজটিই করে দেখালেন ‘বাহুবালি’ খ্যান অভিনেতা প্রভাস। এরইমধ্যে হয়তো ভাবছেন কোন দিক থেকে বলিউড সুলতানকে পেছনে ফেলেছেন প্রভাস! এবার যেনে রাখুন আরও একটি খবর। শুধু সালমান খানই নন, প্রভাসের দাপটে হার মানতে হয়েছে বলিউডের তাবড় তাবড় সব তারকাকেই। এই তালিকায় আছেন শাহরুখ, আমির এবং রজনীকান্তর মতো অভিনেতারাও!
দীর্ঘ ক্যারিয়ার জীবনে নানা চড়াই উতরাই পার করে বর্তমানে রজনীকান্ত সিনেমা প্রতি তার পারিশ্রমিক নির্ধারণ করেছেন ৫০ থেকে ৬০ কোটি রুপি। অন্যদিকে সালমান খানও একটি সিনেমাতে অভিনয়ের জন্য প্রযোজকের পটেক থেকে ৬০ কোটি রুপির মতো মোটা অঙ্কের টাকাই খসিয়ে থাকেন। এই দৌড়ে পিছিয়ে নেই শাহরুখ খান, আমির খানরাও। সিনেমা প্রতি কে কার চেয়ে বেশি পারিশ্রমিক নেবেন সেটা নিয়েই যেন ব্যস্ত থাকেন তারা।
শোনা যাচ্ছে এ সব নামিদামি তারকাকেও পারিশ্রমিকের দিক থেকে পেছনে ফেলেছেন প্রভাস! ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে জানা যায়, সালমানদের চেয়ে নাকি দ্বিগুণ পারিশ্রমিক হাকাচ্ছেন তেলেগু এই নায়ক। সিনেমা প্রতি প্রভাস তার পারিশ্রমিক নির্ধারণ করেছেন শত কোটি রুটি! এই অভিনেতার আগামী সিনেমা ‘সাহো’তেই নাকি এই পারিশ্রমিক নিয়েছেন তিনি। আর কেনোই বা নেবেন না? শিগগিরই নাকি নতুন জীবনে পা দিতে যাচ্ছেন এই অভিনেতা। সেই জীবনের খরচটাতো আর এখন আন্দাজ করে ত পারছেন না। সে কারণেই হয়তো আগের ভাগেই আকাশ ছোঁয়া পারিশ্রমিক হাকাচ্ছেন তিনি।
অন্যদিকে প্রভাসের বিপরীতে ‘সাহো’তে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সিনেমাটিতে এই অভিনেত্রীও নাকি হাকিয়েছেন আকাশ ছোঁয়া পারিশ্রমিক। জানা যায়, এই সিনেমার পারিশ্রমিকের দিক থেকে হিসেব করলে শ্রদ্ধা এখন বলিউডের শীর্ষ পারিশ্রমিকধারী অভিনেত্রীদের মধ্যে অন্যতম।
উল্লেখ্য, প্রায় ৩০০ কোটি রুপি খরচ করে বানানো এই সিনেমাতে প্রভাস ও শ্রদ্ধা কাপুর ছাড়া াঅরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, নীল নীতেন মুকেশ, মন্দিরা বেদি, চাংকি পান্ডে, অরুণ বিজয়, মুরালী শর্মা সহ আরও অনেককে। সুজিথের পরিচালনায় সিনেমাটি প্রযোজনায় করেছেন ইউভি ক্রিয়াশনস। এটি পরিবেশিত হচ্ছে টি-সিরিজের ব্যানারে। আগামী ৩০ আগস্ট হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ