প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড শীর্ষ পাঁচ
১ জাজমেন্টাল হ্যায় কেয়া
২ সুপার থার্টি
৩ কবির সিং
৪ অর্জুন পাটিয়ালা
৫ আর্টিকল ফিফটিন
অর্জুন পাটিয়ালা
রোহিত যুগরাজ পরিচালিত স্পুফ রোমান্টিক কমেডি। এক চিত্রনাট্যকার-পরিচালক এসেছে প্রযোজকের (পঙ্কজ ত্রিপাঠী) কাছে তা কাহিনী আর পরিকল্পনা নিয়ে। এই ফিল্ম ব্যর্থ হতেই পারে না কারণ এতে আছে অ্যাকশন, আবেগ, আবেদনময় নায়িকা, কমেডি, উত্তেজনা আর একটি আবশ্যিক আইটেম দৃশ্য। গল্পের নায়ক একজন পুলিশ এসিপি অর্জুন পাটিয়ালা (দিলজিত দোসাঞ্জ), সুতরাং ফর্মুলা মার খেতেই পারে না। গল্প লেখা হয়েছে বাস্তব ঘটনা অবলম্বনে। জুডো চ্যাম্পিয়ন হয়ে পাঞ্জাব পুলিশে যোগ দেয় অর্জুন। তাকে ফিরোজপুরের দায়িত্ব দেয়া হয় সহকারী হেড কনস্টেবল ওনিডা (বরুণ শর্মা)। সেখানে যোগ দেবার পর আদর্শবাদী টিভি সাংবাদিক ঋতু রান্দেভার (কীর্তি সানোন) প্রেমে পড়ে সে। ফিরোজপুরকে অপরাধমুক্ত করার জন্য একটি আবৈধ কাজ করে বসে অর্জুন। ঋতু বিষয়টি জেনে যায় এবং স্বাভাবিকভাবে অর্জুনকে ত্যাগ করে। কী করে ঋতুকে ফিরের পাবে সে?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।